BANGLADESH

বাংলা রচনা - সকল রচনা এক ছাঁদের নিচে

বাংলা রচনার এই বিশাল সংগ্রহ থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় রচনা টি খুব সহজেই সার্চের মাধ্যমে।
এখানে আপনি পাবেন সাম্রতিক সকল রচনা যেমন, পদ্মা সেতু রচনা, মেট্রোরেল রচনা, কর্ণফুলী টানেল রচনা ও আরও অনেক রচনা।
নিচের সার্চ বারে গিয়ে আপনার প্রয়োজনীয় রচনা টি সার্চ দিন।

রচনা লেখার নিয়ম

রচনা লেখার কিছু নিয়ম আছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে খুব সহজেই আমরা একটি সুন্দর রচনা লিখতে পারব।
পরীক্ষায় ভালো নম্বর পেতে সব সময় চেষ্টা করতে হবে আমাদের হাতের লেখা যেন সুন্দর ও পরিপাটি হয়, কারন হাতের লেখা ভালো নম্বর পেতে অনেকটাই সাহায্য করে। এরপর আমাদের চেষ্টা করতে হবে যে বিষয়ে আমরা রচনা টি লিখছি সে বিষয় সম্পর্কে যেন আমাদের একটি ভালো ধারণা ও জ্ঞান থাকে।

চেষ্টা করতে হবে বেশি বেশি পয়েন্ট যুক্ত করার, কারন পয়েন্ট বেশি হলে রচনা টি দেখতেও যেমন গুছানো হয় তেমনি টিচার ও ভালো নম্বর দেন। এছাড়াও চেষ্টা করতে হবে যে কোনো কবিতার লাইন বা মনীষী দের বানী যুক্ত করার। এতে টিচার মনে করবেন যে আপনার এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে।
উপরে উল্লেখিত বিষয় গুলো মেনে চললে অবশ্যই আপনি পরীক্ষায় ভালো মার্কস পাবেন।
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram