করোনা ভাইরাস বা কোভিড ১৯ (COVID-19) বাংলা অনুচ্ছেদ রচনা টি ৩০০ শব্দ দিয়ে বানানো। এই রচনা টি class 3, 4, 5, 7, 8, 9, 10 সবার কাজে আসবে এবং ফুল মার্কস পেতে সাহায্য করবে।
Table of Contents
করোনা ভাইরাস যা সাধারণভাবে COVID-19 নামে পরিচিত একটি সংক্রামক রোগ যা মানুষের শ্বাসযন্ত্রে অসুস্থতা সৃষ্টি করে। কোভিড 19 শব্দটি একটি সংক্ষিপ্ত রূপ যা “নোভেল করোনা ভাইরাস ডিজিজ 2019” থেকে নেওয়া হয়েছে।
করোনাভাইরাস ১৯৬০-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়। প্রথমদিকে মুরগির মধ্যে সংক্রামক ব্রংকাইটিস ভাইরাস হিসেবে এটি প্রথম দেখা যায়। পরে সাধারণ সর্দি-হাঁচি-কাশিতে আক্রান্ত রোগীদের মধ্যে এরকম দুই ধরনের ভাইরাস পাওয়া যায়। মানুষের মধ্যে পাওয়া ভাইরাস দুটি ‘মনুষ্য করোনাভাইরাস ২২৯ই’ এবং ‘মনুষ্য করোনাভাইরাস ওসি৪৩’ নামে নামকরণ করা হয়।
এই ভাইরাল সংক্রমণের সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হল জ্বর, সর্দি, কাশি, হাড়ের ব্যথা এবং শ্বাসকষ্ট। এই লক্ষণগুলি ছাড়াও ক্লান্তি, গলা ব্যথা, পেশীতে ব্যথা এবং গন্ধ বা স্বাদ হ্রাস করাও করোনাভাইরাস রোগীদের মধ্যে দেখা যায়। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।
করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যাল মাস্ক সাহায্য করে। তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়।
করোনাভাইরাস প্রথম চীনের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে সনাক্ত করা হয়েছিল। ২০২০ সালের মার্চ মাসে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারী ঘোষণা করে।
করোনাভাইরাসের কারণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ভারত সরকার ২৩ মার্চ ২০২০ তারিখে ২১ দিনের জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিল, ভারতে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ভারতের সমগ্র ১.৩ বিলিয়ন জনসংখ্যার চলাচল সীমিত করে।
ফলে ভারতে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়। আন্তর্জাতিক, সেইসাথে আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল। ভারত সমস্ত ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে, কারণ নিশ্চিত হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য দেশের সাথে যুক্ত ছিল।
হাজার হাজার অভিবাসী শ্রমিক তাদের জন্মস্থানে তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হতে ভারত জুড়ে হাঁটছিল। COVID-19 মহামারী চলাকালীন ভারতীয় অভিবাসী শ্রমিকরা একাধিক অসুবিধার সম্মুখীন হয়েছে। লকডাউনের কারণে কারখানা ও কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ অভিবাসী শ্রমিককে আয়ের ক্ষতি, খাদ্য সংকট এবং অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে।
বিশ্ব করোনাভাইরাস সংকটের মুখোমুখি হওয়ার সাথে সাথে, মহামারী সর্বনাশ করেছে এবং মানুষের জীবনকে চিরতরে পরিবর্তন করেছে। এর প্রভাব এবং অপ্রীতিকর পরিণতিগুলি ভাইরাস হ্রাসের অনেক পরে অনুভূত হবে।
করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা টি ভালো লেগে থাকলে এবং আপনার উপকারে আসলে কমেন্ট এ ধন্যবাদ লিখতে এবং রচনা টি শেয়ার করতে ভুলবেন না।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
Details you need..