সেক্সে রসুনের উপকারিতার জুড়ি নেই। সেক্স লাইফ কে আরো সুন্দর ও উপভোগ্যময় করতে একজন পুরুষের যদি শক্তি না থাকে তাহলে যৌন জীবন কখনোই সুখময় হবেনা। তাই প্রতিদিন রসুন খাওয়া অভ্যাস করতে হবে।
সেক্সে রসুনের উপকারিতার জুড়ি নেই। যৌন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন কোয়া রসুন খেতে হবে।
এতে করে শারীরিক সুস্থতার পাশাপাশি যৌন জীবনকে স্থায়ী এবং সুন্দর করে তোলা সম্ভব।
এছাড়াও রসুনের আরোও উপকারিতা ও অপকারিতা জানতে এখানে ক্লিক করুন।
প্রতিদিন সকালে খালি পেটে ২-৩ কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়া ভালো । কাঁচা রসুন খেতে অস্বস্তি হলেও কাঁচা রসুন চিবিয়ে খাওয়া বেশি উপকারী।
তবে মুড়ি বা রুটির সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। দুই চা চামচ কাঁচা আমলকির রসের সাথে এক বা দুই কোয়া রসুন বাটা মিশিয়ে খাওয়া যেতে পারে, এভাবে খেলে নারী ও পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ি হয়। প্রতিদিন দু-কোয়া রসুন খাঁটি গাওয়া দেশি ঘি-এ ভেজে মাখন মাখিয়ে খাওয়া যায়। তবে খাওয়ার শেষে একটু দুধ খাওয়া উচিৎ। এতে ভাল ফল আশা করা যায়।
লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এ ধন্যবাদ লিখতে ভুলবেন না।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
Details you need..
[…] এছাড়াও সেক্স পারফমেন্স এ রসুনের উপকারিতা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন […]