বিড়ালের কৃমি হলে করনীয় কি তা জানতে পুরো লেখাটি পড়ুন। মানুষদের মতো বিড়ালেরও কৃমি হতে পারে। বেশি কৃমি হওয়া বেড়ালের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করা। সাধারণত বিড়াল চার ধরনের কৃমিতে আক্রান্ত হতে পারে যেমন:
Table of Contents
এই ধরনের পরজীবী বিড়ালদের দেহে সবচেয়ে বেশি আক্রমণ করে। এদের বসবাস বিড়ালের পাকস্থলীতে। ছোট বড় প্রায় সকল বয়সের বিড়াল গোলকৃমি দ্বারা আক্রন্ত হতে পারে। গোলকৃমি লম্বায় ৩-৪ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এরা অধিকাংশ সময় গোল হয়ে থাকে বলে এদের গোল কৃমি বলা হয়। এদের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো এরা মাটিতে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
এই প্রকারের কৃমির দৈর্ঘ সাধারণত ১-২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের বসবাস বিড়ালদের ক্ষুদ্র অন্ত্রে। এবং এদের প্রধান খাদ্য বিড়ালের রক্ত কনিকা। এই প্রকারের কৃমির আক্রমণের ফলে বিড়ালের দেহে রক্তশূন্যতা দেখা দেয়। ফলে বিড়াল খুব দ্রুত অসুস্থ্য হয়ে পড়ে।
Tapeworm বা ফিতাকৃমি এরা এক ধরনের বিভক্ত পরজীবী। এদের দৈহিক গঠন লম্বা এবং চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। এরা সবচেয়ে বড় কৃমির গুলোর অন্যতম এদের দৈর্ঘ ৪-২৮ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই ধরনের কৃমির আক্রমনের ফলে বমি বা ওজনহীনতা দেখা দিতে পারে।
এরা বিড়ালের ফুসফুসে বসবাস করে। এদের আক্রমণের ফলে বিড়ালের শ্বাস কষ্ট বা কাশি হতে পারে। পোষা বিড়ালদের চেয়ে যেসব বিড়াল শিকার করে খায় এবং বাহিরে যাতায়াত করে তাদের দেহে এই ধরনের কৃমি আক্রমণ করার প্রবণতা বেশি দেখা যায়।
উপরের তো লক্ষণ গুলো দেখলে বুঝবেন আপনার বিড়ালের পেটে কৃমি হয়েছে। বিড়ালের পেটে কৃমি হলে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে।
বিড়ালের বয়স যদি ৩ থেকে তিন মাস হয় তাহলে দুই দিন পরপর Delentin সিরাপ 1ml করে খাওয়াতে হবে। তবে বয়সের তুলনায় ওজন কম হলে ঔষুধের পরিমান কমিয়ে সেটা 0.60 ml করে খাওয়াতে হবে। Delentin সিরাপ গোলকৃমি দূর করতে সাহায্য করে। এছাড়াও একজন পশুর চিকিৎসকের পরামর্শক্রমে ঔষধ Helminticide-L খাওয়ানো যেতে পারে। এটি সব ধরনের কৃমি দূর করতে সক্ষম।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।