BANGLADESH
Welcome to Detailsbd.com

টি শার্ট ব্যবসা ( t shirt business ) সম্পর্কে জানুন

Category - 
5/5 - (2 votes)

টি শার্ট ব্যবসা – t shirt business

আজকাল অনলাইনে টি-শার্ট ব্যবসা দারুন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে খুব অল্প পুঁজি দিয়েই শুরু করা যায় বলে তরুণ উদ্যোক্তারা অনেকেই এই ব্যবসায় আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু এ খাতে আসতে হলে অনেক বিষয় জেনে রাখা দরকার এবং সেগুলো নিয়েই এবারের লেখা। 

Table of Contents

 
যারা টি শার্ট ব্যবসায় আসতে চাচ্ছেন বা আগ্রহী তাদের জন্য আমার এই লেখাটি দারুণ উপকারে আসবে। এবং আমি যেহেতু নিজেই এই ব্যবসার সাথে ৩ বছর ধরে জড়িত আছি তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও কিভাবে শুরু করলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না সেসব বিষয়ে বিস্তারিত এখানে শেয়ার করব।
 
টি শার্ট ব্যবসা
টি শার্ট ব্যবসা
 
এক্ষেত্রে বলে নেই যে, মিরপুরে আমার একটি ছোট টি-শার্ট ফ্যাক্টরি আছে। আপনার কোয়ান্টিটি যদি ৫০ থেকে ৩০০০ পিস হয় তাহলে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন 01991092286 এই নম্বরে। 
কাপড় কেনা থেকে শুরু করে সুইং ও প্রিন্টিং সবই আমরা করে থাকি, তাই আপনার ঝামেলাও কমে যাবে অনেকটাই।

টি-শার্ট এর চাহিদাঃ

দিন দিন আমাদের পােষাক-পরিচ্ছেদের পরিবর্তন ঘটছে। আজকালকার ছেলে-মেয়েরা অনেক ধরনের পোষাকই পরিধান করে, তার মধ্যে আরামদায়ক ও স্টাইলিশ পােশাক হিসাবে টি শার্ট ব্যাপক পরিচিত। ছেলেদের পাশাপাশি আজকাল মেয়েরাও টি শার্ট পরিধান করে। যত দিন যাচ্ছে ততই টি শার্টের চাহিদা বাড়ছে। আজ থেকে কুড়ি বছর আগেও যেমন মানুষ টি-শার্ট পরিধান করত তেমনি আগামী ৫০ বছর পরেও টি শার্টের চাহিদা সমান ভাবে বাড়বে বলে ধারনা করা যায়।

টি-শার্ট ডিজাইন T shirt design:

টি-শার্ট কেনার সময় একেকজন একেক রকম ডিজাইন পছন্দ করেন। কেউ কার্টুন আঁকা টি-শার্ট পছন্দ করেন, কেউ আবার দৃশ্য আঁকা। এছাড়াও বাংলা ও ইংরেজী টাইপোগ্রাফি দিয়ে দারুন সব ডিজাইন তরুণ প্রজন্মের পছন্দ। তবে বাংলা ডিজাইন এর টি-শার্ট এর চেয়ে ইংরেজী টাইপোগ্রাফি ডিজাইন গুলো বেশি চলে। ভালাে ডিজাইন ছাড়া কেউ টি শার্ট কিনতে চায় না তাই টি-শার্ট ব্যবসায় নামতে হলে অবশ্যই ডিজাইন এর দিকে ফোকাস করতে হবে। পুরো বিশ্বে টি-শার্ট ডিজাইনারদের চাহিদাও দিন দিন বাড়ছে। দোকান/ শোরুম এর পাশাপাশি এখন অনলাইন টি-শার্ট এর চাহিদাও বাড়ছে। তবে অনলাইনে টি-শার্ট ব্যবসা করতে হলে অবশ্যই দারুণ দারুণ ডিজাইন এর টি-শার্ট আপনাকে বানাতে হবে। তা না হলে অনলাইনে টি-শার্ট অর্ডার করবে না। এজন্য আপনাকে নিত্য নতুন ক্রিয়েটিভ সব আইডিয়া ও ডিজাইন নিয়ে কাজ করতে হবে অথবা ট্রেন্ডিং কোনো ডিজাইনের উপরও টি-শার্ট বানাতে পারেন চাইলে।


 

টি শার্ট ব্যবসা করতে কত পুঁজি লাগে?

টি শার্ট ব্যবসা একটি স্মার্ট ব্যবসা। তাই আপনাকেও স্মার্ট হতে হবে। আর অদম্য সাহস থাকতে হবে। এই ব্যবসার কোনো ধরা বাধা পুঁজির হিসেব নেই। আপনি চাইলে দশ হাজার টাকা নিয়েও শুরু করতে পারেন আবার দশ লাখ টাকা দিয়েও শুরু করতে পারেন। তবে ক্যালকুলেশন করে ব্যবসায় না নামলে হোচট তো খেতেই হবে, তাই বুঝে শুনে সময় নিয়ে মাঠে নামবেন। টি শার্ট ব্যবসায় এমন অনেকেই আছেন যারা মাত্র দশ হাজার টাকায় ব্যবসা শুরু করে আজ সফল হয়েছেন। আবার অনেকে এক লাখ টাকা পুঁজি লাগিয়েও ব্যবসায় টিকতে পারেনি। তবে ভয় পাবার কিছু নেই, আমার লেখাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন তাহলেই আপনার ভয় কেটে যাবে।

আপনি যদি একজন ব্যবসায়ী/ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক ব্যবসায়ী গ্রুপ এ জয়েন করতে এই লিংক এ ক্লিক করুন https://www.facebook.com/groups/facebkfootpath

 

কিভাবে টি-শার্ট ব্যবসা করবেন?


আপনি যদি একজন্য উদ্যোক্তা হতে চান তাহলে সবার আগে আপনাকে ক্রিয়েটিভ চিন্তা করতে হবে। টি-শার্ট নিয়ে ব্যবসা করার অনেক উপায় আছে, একেকজন একেক ভাবে নিত্য নতুন ব্যবসা আইডিয়া নিয়ে বাজারে নামছে। তাই আপনাকেও ভাবতে হবে কিভাবে আপনি নতুন ভাবে এই ব্যবসায় নামতে পারেন। আমি এ ব্যবসার সাথে প্রায় তিন বছর ধরে আছি। তাই আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী এ ব্যবসা করার কিছু উপায় সম্পর্কে আপনাদের বিস্তারিত বলব।


 

যে যে উপায়ে করতে পারেন টি শার্ট ব্যবসাঃ

  1. মার্কেট থেকে একদম রেডিমেড টি-শার্ট কিনে সেটাকে বিক্রি করে।
  2. মার্কেট থেকে রেডিমেড এক কালারের টি-শার্ট কিনে তাতে প্রিন্ট করিয়ে।
  3. মার্কেট থেকে কাপড় কিনে টি-শার্ট বানিয়ে তাতে প্রিন্ট করিয়ে।
 

মার্কেট থেকে একদম রেডিমেড টি-শার্ট কিনে সেটাকে বিক্রি করেঃ

এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় টি-শার্ট ব্যবসায় নামার জন্য। আপনাকে শুধু বিভিন্ন পাইকারি মার্কেট থেকে ভালো মানের টি-শার্ট কিনে নিয়ে আসতে হবে এবং সেটাকে বিক্রি করার ব্যবস্থা করতে হবে। রেডিমেট প্রিন্ট করা টি-শার্ট গুলো আপনি ফুটপাতে ১০০ থেকে ২৫০ টাকায় খুব সহজেই বিক্রি করতে পারবেন ।


টি-শার্ট কিনতে যেতে পারেন গুলিস্তানে অথবা ইসলামপুরে। সেখান থেকে আপনার চাহিদা ও মন মত টি-শার্ট পছন্দ করে নিয়ে আসতে পারবেন।

 

মার্কেট থেকে রেডিমেড এক কালারের টি-শার্ট কিনে তাতে প্রিন্ট করিয়েঃ

এ ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে , এক রঙের টি-শার্ট বা সলিড বডি কিনে আনা হয় পাইকারি দরে। অল্প টাকায় মোটামোটি অনেক পেয়ে যাবেন। তারপর সেই সলিড বডিগুলো একটা প্রিন্টিং এর কারখানায় এনে তাতে আপনার পছন্দ মত প্রিন্ট বসিয়ে প্যাকিং করে নিলেই তৈরি হয়ে গেল আপনার টি শার্ট।

আরও পড়ুন  বায়িং হাউস - Buying House কি? কিভাবে বায়িং হাউজ দেবেন ?

এক্ষেত্রে যে সুবিধা আছে তা হল –

  • খুব সহজে পাওয়া যায়।
  • অল্প টাকায় অনেক টি-শার্ট কেনা যায়।
  • অনেক কম সময়ে তৈরি হয়ে যায় ।

এক্ষেত্রে অসুবিধা গুলি হল –

  • কাপড়ে ফুটো থাকতে পারে ।
  • কাপড় অতটাও মান সম্পন্ন হয় না ।
  • একই সাইজের টি শার্ট কিন্তু আঁকারে বড় ছোট হতে পারে ।
  • অনেক সময় অতিরিক্ত সেলাই খরচ পোষাতে হয় ।
  • ধোয়ার পরে কাপড়ের রঙ উঠতে পারে ।
  • কাপড় থেকে ভুশকি উঠতে পারে ।
  • কাপড়ের রঙ জ্বলে যেতে পারে ।
  • জামার সাইজ ট্যাগ ভুল থাকতে পারে ।
 

এই ক্ষেত্রে আমার মত হচ্ছে আপনি যদি এই লাইনে একবারে নতুন হয়ে থাকেন তাহলে এভাবে শুরু করাটাই বেস্ট হবে আপনার জন্য। তবে দেখে শুনে জামা কিনতে হবে। কারন বড় বড় গার্মেন্টসে যে জামা গুলো রিজেক্ট হয়ে যায় মানে বাদ পরে যায়, সেগুলোই এই গুলিস্তান বা ইসলামপুরে বিক্রি হয়। সুতরায় বুঝতেই পারছেন যে এখান থেকে জামা কিনলে দেখে শুনেই কিনতে হবে। তবে এতটা ভয় পাবার কিছু নেই, পারলে সাথে অভিজ্ঞ কাওকে নিয়ে যেতে পারেন।

আর আপনি যদি এই লাইনে কিছুটা অভিজ্ঞ হয়ে থাকেন আর অনলাইনে ব্যবসা করার কথা চিন্তা করেন তাহলে আমি বলব এই কাজ থেকে দূরে থাকুন। অনলাইন ব্যবসায় টিকে থাকতে হলে আপনাকে মান সম্পন্ন কাপড় দিয়ে টি শার্ট বানাতে হবে। তা নাহলে অনলাইন ব্যবসায় টিকে থাকা মুশকিল হয়ে পরবে। একবার কোনো কাস্টমার আপনার থেকে ড্রেস কিনে যদি ড্রেস ভালো না পায় তাহলে সে দ্বিতীয়বার আর আপনার থেকে ড্রেস কিনবে না। তাই অনলাইনে ব্যবসা করতে চাইলে চেষ্টা করবেন ভালো কিছু আপনার কাস্টমার কে দেয়ার।


 

মার্কেট থেকে কাপড় কিনে টি-শার্ট বানিয়ে তাতে প্রিন্ট করিয়েঃ

এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে-

  • টি শার্ট তৈরির কারখানা খোঁজা।
  • টি শার্টের কাপড় কেনা।
  • টার্গেট অডিয়েন্স/ সাইজ নির্ধারণ ।
  • কাটিং এ দিতে হবে।
  • কাটিং হবার পর প্রিন্টিং এ দিতে হবে।
  • তারপর সুইং এ দিতে হবে ।
  • তারপর প্যাকেজিং।
 

এই হচ্ছে মূল প্রসেস, এবার আমি বিস্তারিত বলছি কিভাবে এবং কোথাথেকে এসব করবে


 

টি শার্ট তৈরির কারখানা কোথায় পাবো?

বাংলাদেশে টি শার্ট এর জন্য সবচেয়ে ভালো তিনটি জায়গা হচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও মিরপুর।
আপনি কত পিস টি শার্ট বানাবেন সেই অনুযায়ী আপনার ফ্যাক্টরি খুঁজতে হবে।


যেমন আপনি যদি ৫০ থেকে ২০০০ পিস টি শার্ট বানাতে চান তাহলে আপনাকে ছোট খাটো ফ্যাক্টরি গুলো খুঁজে বের করতে হবে। ২০০০ থেকে ২০,০০০ পিস টি শার্ট বানানোর জন্য একটু মাঝারী ধরনের ফ্যাক্টরি খুঁজে বের করতে হবে। আর এর চেয়ে বেশি হলে আপনি বড় বড় গার্মেন্টস গুলোর সাথে যোগাযোগ করতে পারেন। সুইং ও প্রিন্টিং এর জন্য আলাদা আলাদা ফ্যাক্টরি খুঁজে বের করতে হবে আপনাকে তাই ফ্যাক্টরি খোঁজা এত সহজ কাজ নয়।

 

এক্ষেত্রে বলে নেই যে, মিরপুরে আমার একটি ছোট টি-শার্ট ফ্যাক্টরি আছে। আপনার কোয়ান্টিটি যদি ৫০ থেকে ৩০০০ পিস হয় তাহলে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে কাজ করাতে পারেন। কল করতে পারেন 01991092286 এই নম্বরে। 

কাপড় কেনা থেকে শুরু করে সুইং ও প্রিন্টিং সবই আমরা করে থাকি, তাই আপনার ঝামেলাও কমে যাবে অনেকটাই।

 

টি শার্টের কাপড় আপনি দুভাবে কিনতে পারেন। প্রথমত মার্কেট থেকে গ্রে কালার কাপড় কিনে এনে সেটাকে পছন্দমত কালার দিয়ে ডায়িং করিয়ে নিতে পারেন। অথবা সরাসরি আপনার পছন্দের কালার করা কাপড় কিনতে পারেন।


এক্ষেত্রে আমি বলব আপনি যদি পুরানো ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনার টি শার্টের কোয়ান্টিটি যদি ৫০০ পিসের উপরে হয় তাহলে আপনি গ্রে কাপড় কিনে ডায়িং করিয়ে নেয়াই ভালো হবে। আর নতুন ব্যবসায়ীরা সরাসরি কালার করা কাপড় ই কিনতে পারেন, কোনো ভয় নেই।

 

T shirt এর কাপড় অনেক রকম হয় তাই বুঝে শুনে অভিজ্ঞ কাওকে সাথে নিয়ে কিনবেন। কাপড়ের gsm (gram per square meter) কত সেটাও দেখতে হবে। কাপড় কত মোটা না চিকন সেটা নির্ভর করে gsm এর উপর। নরমালি ফুটপাতে যে টি শার্ট গুলো আমরা দেখি সেগুলো ১৪০-১৬০ gsm এর হয়ে থাকে। শোরুমের টি শার্ট গুলো ১৬০-১৮০ gsm এর হয়ে থাকে। সাধারণত গরমের কাপড় গুলো ১৬০-১৮০ gsm এর মধ্যে হয়ে থাকে, আর শীতের কাপর ২০০-২৫০ gsm পর্যন্তও হয়ে থাকে।

গোল গলা টি শার্টগুলো সাধারণত single Jersey কাপড় দিয়ে বানানো হয়।
পোলো টি শার্ট বানানো হয় polo কাপড় দিয়ে।
জার্সি বানানো হয় জার্সির কাপড় দিয়ে।

এরকম একেক জামা একেক কাপড় দিয়ে বানানো হয়। কাপড় কেনার সময় গলার জন্য ও হাতার জন্য রিপের কাপড় কিনতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সবার প্রথমে গলা ও হাতার জন্য রিপের কাপড় কিনে ফেলেন। কারন জামার কাপড় কেনার পরে ওই কাপড়ের কালার অনুযায়ী রিপের কাপড়ের কালার নাও পেতে পারেন।

কাপড় কেনার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মিরপুর ১৩ । এখন প্রশ্ন হচ্ছে কোত্থেকে কাপড় কিনলে ভালো হবে? আপনি যদি মিরপুরের আশে পাশের হয়ে থাকেন তাহলে মিরপুর থেকেই কেনা উচিৎ। কারন গাজীপুর ও নারায়ণগঞ্জ এ অল্প পরিমানের কাপড় পাওয়া যায়না। ধরুন আপনার ২০ কেজি কাপড় দরকার, এখন এত অল্প কাপড় আপনি গাজীপুর/ নারায়ণগঞ্জ এ পেতে অনেক কষ্ট হবে কারন ওখানে সব বড় বড় ক্লায়েন্ট রা কাপড় কিনতে যায়। তাই ওখানে ১০০ কেজির নিচে কাপড় বিক্রি করেন এমন খুব কম ব্যবসায়ীই আছেন। এছাড়া যারা এ লাইনে নতুন তারা ওসব যায়গায় গিয়ে কাপড় কিনতে গেলে ঠকে যাবেন। তাই আমি বলব আপনি যদি নতুন হয়ে থাকেন আর যেখান থেকে কাজ করাবেন সেই ফ্যাক্টরি যদি মিরপুরে হয় তাহলে মিরপুর থেকে কাপড় কেনাই সবচেয়ে ভালো হবে।


 

টি শার্টের কাপড় কেনা

টি শার্টের কাপড় কেনার সময় কিছু বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তা নাহলে আপনি ভুল কাপড় কিনে আপনার পুঁজি নষ্ট করে ফেলতে পারেন।

টি-শার্ট এর টার্গেট অডিয়েন্স/ সাইজ নির্ধারণ

কোন কোন সাইজের টি-শার্ট বানাবেন তার ধারণা থাকতে হবে আপনার। ফ্যাক্টরিতে আপনার পছন্দের টি-শার্ট এর মেজারমেন্ট এর চার্ট আর রেশিও জানিয়ে আসতে হবে। বাংলাদেশে তরুন রা সাধারণত সাইজ হিসেবে M, L, XL এই তিন সাইজ ই পরিধান করে বেশি। মেজারমেন্ট এ টি-শার্ট এর কোন সাইজের হবে বা কি মাপের হবে এবং কোন সাইজ কত পিস করে হবে সেটার বিস্তারিত উল্লেখ করে দিবেন।

আরও পড়ুন  কবুতর (kobutor) পালন করে স্বাবলম্বি, মাসে লাখ টাকা আয় পদ্ধতি

সাধারণত শোরুম গুলোতে টি শার্টের সাইজ রেশিও নিম্নরুপ হয়,

 

  • S= Length 26, chest 36
  • M= Length 27, chest 38
  • L= Length 28, chest 40
  • XL= Length 29, chest 42
  • XXL= Length 30, chest 44

এর বাইরেও আপনি আপনার মত করে সাইজ রেশিও বলে দিতে পারেন।


 

টি-শার্ট এর কাপড় কাটিং

কাপড় কেনার পর বডি প্যাটার্ন ও সাইজ অনুযায়ী কাপড় কাটিং করতে হবে। এক্ষেত্রে আপনার ফ্যাক্টরি তে যদি আগে থেকে প্যাটার্ন বানানো থাকে তবে তা দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। নতুবা ৫০০ টাকা খরচ করে প্যাটার্ন বানিয়ে নিতে হবে।


 

টি-শার্ট প্রিন্টিং

কাটিং করার পর টি শার্টের যে যে অংশে প্রিন্ট করাবেন সেগুলো আলাদা করে নিয়ে প্রিন্টিং করাতে দিতে হবে। প্রিন্টিং এর কারিগর এর কাছে আপনার ডিজাইন টি দিয়ে রাখবেন তাহলে উনি আপনার কাপড় দেয়ার আগেই ডাইস বানিয়ে রাখবে। এতে করে কাজ এগিয়ে থাকবে।
প্রিন্টিং ও অনেক ধরনের হয়ে থাকে। যেমন রাবার প্রিন্ট, পিগমেন্ট প্রিন্ট, হাই ডেনসিটি প্রিন্ট। আজকাল কেউ টি শার্টে রাবার প্রিন্ট তেমন একটা করায় না। বেশিরভাগই পিগমেন্ট প্রিন্ট ও হাই ডেনসিটি প্রিন্ট করান।


 

টি-শার্ট সুইং

এবার প্রিন্টিং থেকে বডি পার্ট গুলো নিয়ে এসে সুইং এ দিতে হবে। তারপর সবগুলো পার্ট ওনারা শেলাই করে দিলেই আপনার টি শার্ট রেডি। কি খুব সহজ লাগছে?


অতটাও সহজ না, আপনার টি শার্টের সৌন্দর্য অনেকটা তার সুইং কোয়ালিটির উপরও নির্ভর করে। তাই শেলাই টা সুন্দর হচ্ছে কিনা সেটাও দেখে নিতে হবে। সুইং এর সময় সাইজ ট্যাগ লাগাতে ভুলবেন না যেন, সাইজ ট্যাগ যদি ফ্যাক্টরি তে থাকে তাহলে ওনারাই লাগিয়ে দেবে আর যদি না থাকে তাহলে কিনে আনতে হবে পরিমান মত। এজন্য সাথে কিছুটা দক্ষ কাওকে সাথে রাখবেন।

 

আর যদি ভরসা না পান কাওকে তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। শতভাগ ভালো কোয়ালিটির প্রিন্টিং ও সুইং এর নিশ্চয়তা দিচ্ছি আমরা।


 

টি-শার্ট প্যাকেজিং

সবকিছু হয়ে গেলে প্যাকেজিং করতে হবে। বাজার থেকে একটু ভালো দেখে পলি প্যাকেট কিনে আনলে ভালো হবে। প্যাকেজিং ভালো হলে প্রডাক্ট দেখতে সুন্দর লাগে, সেলও ভালো হয় তুলনামূলক।

টি শার্ট বানাতে কেমন খরচ পরবে?

এবার আসি খরচের হিসাবে। খরচের কোনো ধরা বাধা হিসেব নেই এই ব্যবসায়। অনেকে পার পিস ৭০ টাকা দিয়েও টি শার্ট বানায় আবার অনেকে ২০০ টাকা দিয়েও টি শার্ট বানায়। বুঝতেই পারছেন যত বেশি খরচ করবেন তত সুন্দর গেট-আপ হবে আপনার প্রডাক্ট এর। তবুও আপনাদের আমি একটা বেসিক হিসেব দেব যাতে আপনাদের একটা আইডিয়া হয়।

টি শার্ট বানাতে আসল খরচ হচ্ছে টি শার্টের কাপড়ের খরচ। কাপড়ের খরচের উপরই নির্ভর করে যে কত খরচ হবে। ১৬০ gsm এর প্রতি ১ কেজি কাপড়ে প্রায় ৪ টি করে টি শার্ট বানানো যায়।
তাহলে কাপড় যদি ২৪০ টাকা কেজি দরে কিনেন তাহলে প্রতি পিসে কাপড় বাবদ খরচ পরবে (২৪০/৪)= ৬০ টাকা করে।

  • প্রিন্টিং এ খরচ যাবে ২০ টাকার মত।
  • কাটিং ও সুইং এ খরচ হবে ৩০/৩৫ টাকার মত।
  • প্যাকেজিং এ খরচ হবে ৩ টাকার মত ।
  • এছাড়া বাড়তি ২ টাকা খরচের সাথে যুক্ত করে দিবেন।

তাহলে মোট খরচ হবে প্রতি পিসে (৬০+২০+৩৫+৩+২) = ১২০ টাকার মত। ১২০ টাকার টি শার্ট আপনি অনলাইনেও সেল করতে পারবেন ২০০-২৫০ টাকায়।


কত টাকায় সেল করবেন সেটা সম্পুর্ণ আপনার উপর নির্ভর করে, তবে চেষ্টা করবেন কম লাভ করার এবং কম টাকায় কাস্টমার কে ভালো কিছু দেয়ার। ব্যবসা হচ্ছে একটি পবিত্র ইবাদত, লোক ঠকিয়ে বেশি লাভের চিন্তা করলে জীবনে ব্যবসা করে সফলতা পাবেন না। আপনার কাস্টমার যেন আপনার প্রডাক্ট এ সন্তুষ্ট হয় এবং বার বার ফিরে আসে সেটাই হবে আপনার লক্ষ্য।

 

টি শার্ট ব্যবসায় মার্কেটিং কিভাবে করবেন?

এবার আসি একটু মার্কেটিং এর ব্যাপারে। মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, কারন দিন শেষে যদি এত স্বাধের বানানো টি শার্ট গুলো বিক্রিই না করতে পারেন তাহলে দুদিন পরে হতাশায় তো ভুগবেনই সাথে টাকা পয়সাও আটকে যাবে। লস হবারও সম্ভাবনা থাকবে।
আপনি দু রকম ভাবে মার্কেটিং করতে পারেন।

  1. প্রডাক্ট বানিয়ে তারপর মার্কেটিং
  2. আগে মার্কেটিং করে অর্ডার এনে তারপর প্রডাক্ট বানানো

মানে হচ্ছে আপনি চাইলে আপনার টি শার্ট গুলো বানিয়ে তারপর বিভিন্ন যায়গায় সেল করার ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীনও হতে পারেন কারন আপনার বানানো প্রডাক্ট কেউ কিনতে নাও চাইতে পারে। তখন আপনি এই টি শার্ট গুলো নিয়ে বিপদে পরবেন।

সবচেয়ে স্মার্ট উপায় হচ্ছে আগে আপনি বিভিন্ন মার্কেটে ঘুরে দোকানদার দের আপনার টি শার্টের ডিজাইন দেখাবেন। তারপর তাদের থেকে সাজেশন নিবেন তারা কেমন প্রডাক্ট চায় এবং কত টাকার মধ্যে তারা টি শার্ট কিনে। তখন আপনি তাদের কে বলতে পারেন যে আপনি এই টি শার্টটা ৪-৫ দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন, তারা কি কিনতে আগ্রহী কিনা। এভাবে তাদের থেকে অর্ডার এনে তারপর আপনি প্রডাকশনে নামলে ঝুঁকি কমে যায় অনেকটাই। আর প্রডাক্ট টি যদি ওনারা নাও কেনেন তবুও ভয় নেই, অন্য কেউ নিশ্চই কিনে নেবে।

এছাড়া আরেকটি স্মার্ট উপায় হচ্ছে আপনি কিছু টি শার্টের ছবি ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারেন কাস্টমার কেমন সাড়া দিচ্ছে। কাস্টমারের থেকে অর্ডার নিয়ে তারপর আপনি প্রডাকশনে নামলে ঝুঁকির মুখে পরবেন না আর। এভাবে আপনি ঝুঁকিহীন ভাবে ব্যবসায় নামতে পারেন এবং আমার মতে এভাবেই ব্যবসায় নামা উচিৎ।

আরও পড়ুন  রেন্ট এ কার- rent a car এর ব্যবসা কিভাবে করবেন?

টি শার্ট ব্যবসায় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে

একটি টি শার্টের আসল সৌন্দর্য হচ্ছে তার ডিজাইন ও সুইং কোয়ালিটি। সুইং অত ভালো না হলেও ডিজাইন যদি সুন্দর হয় তাহলেও অনেক সময় কাস্টমাররা টি শার্ট কিনে নেয়।
টি শার্ট ডিজাইনের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন তা হলো –

  1. টি শার্টের কালারের সাথে ডিজাইন টি যেন সুন্দর দেখায়।
  2. বাংলা লেখা টি শার্ট গুলোর চেয়ে ইংরেজি লেখার ডিজাইন গুলো সবাই বেশি কেনেন।
  3. কোনো মানুষের ছবি বা পশুর ছবি না দেয়াই ভালো কারন অনেক মুসলিম ভাইরা ছবি মানুষের ছবি আঁকা ডিজাইন পরতে চান না।
  4. ক্রিয়েটিভ ও ট্রেন্ডিং ডিজাইন আনার চেষ্টা করুন।
  5. লাইট কালারের টি শার্টের চেয়ে ডার্ক কালারের টি শার্ট গুলো বেশি চলে মার্কেটে তাই টি শার্টের কাপড়ের কালার টাও বুঝে শুনে কিনবেন।
  6. অনলাইনে বা ইকমার্সের মাধ্যমে যারা টি শার্ট বিক্রি করতে চাচ্ছেন, তাদের অধিকাংশের পুঁজি কম। তাই স্বাভাবিকভাবেই প্রোডাক্টের সংখ্যাও কম হয়।
  7. প্রোডাক্টের সংখ্যা কম হবার কারণে উৎপাদনের খরচ বেড়ে যায় এবং টি শার্টের গুণগত মান ঠিক রাখা কঠিন হয়ে পরে।
  8. তাছাড়া টি শার্ট বানানোর সময় আপনাকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকতে হবে। নাহলে আপনি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন না। তাই আপনাকে প্রোডাকশনের জন্য অনেক সময় ব্যয় করতে হবে।
 

টি-শার্ট বিক্রি (T shirt selling)

বিভিন্ন উপায়ে টি শার্ট বিক্রি করা যায়। আজকাল অনেকেই ফেলবুকে পেজ খুলে তাদের প্রডাক্টের বিজ্ঞাপন দিয়ে টি শার্ট সেল করছেন, অনেকে আবার ফেসবুক লাইভে এসে প্রডাক্ট রিভিউ করছেন। তবে ফেসবুকে সেল করতে হলে প্রডাক্ট মান সম্পন্ন ও সুন্দর ডিজাইন হওয়া আবশ্যক। আজকাল অনেকে বিভিন্ন গেম যেমন, Pubg, freefiee, cod, এসবের টি শার্ট বানাচ্ছেন এবং গেমিং কমিউনিটি তে সেগুলো ব্যাপক সাড়া জাগাচ্ছে। তাই এরকম ট্রেন্ডি ডিজাইন নিয়ে কাজ করলে ভালো সফলতা পেতে পারেন আপনিও।
প্রতিযোগিতা

বর্তমানে এ ব্যবসায় প্রতিযোগিতা অন্য যেকোন সময়ের চেয়ে অনেক বেশি। আবার অন্যদিকে ডিজাইন চুরির সম্ভাবনাও থাকে প্রচুর। তবে টি শার্টের দাম ও মানের উপর বিক্রি অনেকাংশেই নির্ভর করে তাই বুঝে শুনে দাম নির্ধারণ করুন।


 

ট্রেড লাইসেন্স করা

অনলাইনে টি শার্ট ব্যবসা শুরু করত্র হলে ট্রেড লাইসেন্স এর অতটা প্রয়োজনীয়তা নেই, তবে ব্যবসা যখন একটু বড় হবে তখন ট্রেড লাইসেন্স করে নিলে আপনি নিশ্চিন্ত মনে ব্যবসা করতে পারবেন। ট্রেড লাইসেন্স বানাতে আপনার খরচ হতে পারে ৫-১০ হাজার টাকার মত।
টি শার্ট ব্যবসায় টিকে থাকার উপায়

এ ব্যবসায় টিকে থাকতে হলে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। মনে রাখবেন টি শার্ট ক্রেতাদের একটা বড় অংশ হচ্ছে তরুণ তরুণী, তাই তারা কি ডিজাইন চায় সেটার উপর লক্ষ্য করতে হবে। তারা চায় তাদের পরনের টি শার্ট তাদের পরিচয়কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলুক। তাই ডিজাইন নির্বাচনের সময় এ বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে।


 

টি শার্ট ব্যবসায় বাড়তি আয়ের উপায়

টি শার্ট ব্যবসায় বাড়তি আয়ের অনেক রকম উপায় আছে। যেমন বিভিন্ন ইভেন্ট বা অনুষ্ঠানের সময় টি শার্টের অর্ডার গুলো যদি এনে কাজ করতে পারেন তাহলেও বেশ ভালো একটা ইনকাম চলে আসবে। এছাড়া কাজ করতে করতে আপনিও পারদর্শী হয়ে উঠবেন অনেক টা। পরবর্তীতে চাইলে নিজেও একটা ছোট খাটো ফ্যাক্টরি দিয়ে জোড়ালো ভাবে ব্যবসায় নামতে পারেন। আরো অনেক ভাবেই আয় করা সম্ভব এই লাইনে, সেসব কথা নাহয় নাই বললাম আজ। এখন শুধু সাহস নিয়ে মাঠে নেমে পরুন।

ফুটপাতে টি শার্ট ব্যবসা

অনেকেই আছে যারা ফুটপাতে টি শার্ট বিক্রি করেন বা করার কথা ভেবে থাকেন। কোনো ব্যবসাই ছোট নয়, যারা অল্প টাকায় ব্যবসা করার কথা ভাবেন তাদের ইচ্ছা ও সাহসের আমি প্রসংসা করি।

ফুটপাতে টি শার্ট ব্যবসা করতে হলে প্রথমেই আপনাকে ভাবতে হবে যে কোন লোকেশন এ আপনি বসেছেন এবং সেখানে অন্যদের ব্যবসা কেমন। আপনার এলাকার কাস্টমার গুলো কেমন।

ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফুটপাতের টি শার্ট গুলো ১০০ টাকার বেশি দামে কেউ নিতে চায়না খুব একটা। তাই আপনাকে সেভাবেই প্রডাক্ট তুলতে হবে। ফুটপাতের জন্য আমি পরামর্শ দেব যে গুলিস্তান থেকে বা কোনো গার্মেন্টস থেকে স্টক লট কিনে এনে সেল করার চেষ্টা করুন। এতে লাভ থাকবে ভালো।

আর যদি কোয়ালিটি ফুল প্রডাক্ট নিয়ে বসতে চান তাহলে সেটাও করতে পারেন, বর্তমানে ফুটপাতেও কোয়ালিটি ফুল পন্য পাওয়া যায় এবং কাস্টমারও ভালো দাম দিয়ে সেটা কিনে নেয়। কোয়ালিটি ফুল প্রডাক্ট বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 

অনলাইনে টি শার্ট ব্যবসা

অনলাইনে টি শার্ট ব্যবসা বর্তমানে তরুন সমাজের ট্রেন্ড। অনেকেই অনলাইনে এই ব্যবসা শুরু করতে চায় কিন্তু সঠিক পন্য ও গাইডলাইনের অভাবে সফল হতে পারে না। ব্যবসা অনলাইনে হোক বা অফলাইনে, ব্যবসার নিয়ম নীতি কিন্তু একই। মার্কেট রিসার্চ ও স্ট্র্যাটেজি ছাড়া মাঠে নামলে হোচট খেতেই হবে।

অনলাইনে ব্যবসা করার জন্য অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির পন্য দিয়ে শুরু করতে হবে। নাহলে আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন না। তাই চেষ্টা করবেন যেখান থেকেই পন্য বানান না কেন পন্যের কোয়ালিটি যেন ভালো হয়।

ক্যাম্পাসে টি শার্ট ব্যবসা

অনেকে আবার বিভিন্ন ভার্সিটি ক্যাম্পাসে টি শার্ট বিক্রির কথা ভাবছেন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে ভার্সিটির ছেলে মেয়েরা কেমন ডিজাইন এর টি শার্ট পছন্দ করে এবং তাদের রুচি ও পছন্দের সাথে যায় এমন ডিজাইন দিয়ে শুরু করতে। 
আর আপনি যদি নিজের ভার্সিটি তেই বিক্রি করতে চান তাহলে তো কথাই নেই। এক্ষেত্রে আপনার বন্ধু ও বড় ভাইরাই অনেকে আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। এবং ভার্সিটি এরিয়া গুলো তে ভালো দামে টি শার্ট বিক্রি হয়। তাই ভালো ও সঠিক প্রডাক্ট নিয়ে মাঠে নেমে পরুন।

FAQ

টি শার্ট ব্যবসা করতে কত পুঁজি লাগে?
আপনি চাইলে মাত্র ১০ হাজার টাকা নিয়েই শুরু করতে পারেন।

টি শার্টের ভালো কাপড় কোথায় পাওয়া যায়?
গাজীপুর, নারায়নগঞ্জে ও মিরপুরে টি শার্টের ভালো কাপড় পাওয়া যায়।

টি শার্ট তৈরির কারখানা
মিরপুর, নারায়নগঞ্জ, গাজীপুরে অনেক ছোট খাটো ফ্যাক্টরি আছে।

টি শার্ট ব্যবসায় সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় কি ?
এ ব্যবসায় সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে টি শার্টের ডিজাইন।

আপনি যদি সম্পুর্ন আর্টিকেল টি পড়ে থাকেন তাহলে কমেন্টে “Done” লিখুন যাতে আমি বুঝতে পারি কতজন সম্পুর্ন লেখাটি পড়েছেন, এছাড়া আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে।

আরও পড়ূন

Topics covered: 

টি শার্ট ব্যবসা, oversized t shirt, zara t shirt, টি শার্ট প্রিন্ট ডিজাইন, বাংলা লেখা টি শার্ট, টি শার্ট তৈরির কারখানা, jara t shirt, 30 rupees t-shirt, t shirt own design, new style t shirt, শার্ট, amar t shirt, shirt fabric, short t-shirt, bengali writing t shirt, my new t-shirt, easy t shirt design, shirt business, t shirt printing shop, t-shirt printing near me, big size t shirts, large t shirt, writing on t shirt, what t shirt, টি শার্ট মেজারমেন্ট,

nothing in footer
 Share this post from here. 

Related Posts

২৫ comments on “টি শার্ট ব্যবসা ( t shirt business ) সম্পর্কে জানুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram