শীতের সকাল অনুচ্ছেদ রচনা – ৩০০ শব্দ দিয়ে

3.5/5 - (2 votes)

শীতের সকাল অনুচ্ছেদ রচনা টি ৩০০ শব্দ দিয়ে বানানো। এই রচনা টি ক্লাস 3, 4, 5, 7, 8, 9, 10 সবার কাজে আসবে এবং ফুল মার্কস পেতে সাহায্য করবে।

অনুচ্ছেদ: শীতের সকাল

ষড়ঋতুর রঙ্গিন দেশ বাংলাদেশ। শীতকাল হলো ছয়টি ঋতুর মধ্যে পঞ্চম। বাংলাদেশে প্রায় অক্টোবর মাসে শীতকাল শুরু হয়। পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল। শীত শুধু মানুষের মনে রিক্ততা বয়ে আনেনা, তার সাথে আনন্দ নিয়ে আসে। শীতকালে পিঠা পুলি উৎসব হয়। এছাড়া গ্রামে নানা ধরনের মেলা হয়।

শীতের দীর্ঘ রাতে কুয়াশার আবরণ গায়ে মেখে সুবহে সাদিকে ভেসে আসে আযানের ধ্বনি। সকালে যখন ঘন কুয়াশায় সবকিছু ঢেকে যায় তখন প্রকৃতিকে অপূর্ব সুন্দর মনে হয়। কুয়াশার চাদর ভেদ করে ফুটে ওঠে সূর্যের কিরণ, প্রভাতের বার্তা বহন করে নিয়ে আসে। গাছে গাছে তখন পাখিদের মুখরিত ডাকে ঘুম ভাঙ্গে মানুষের। পাখির কিচিরমিচির শব্দ বুঝিয়ে দেয় সকালের বার্তা। বাংলার শীতের সকাল সত্যিই অনেক বৈচিত্র্যময়। গাছিরা খেঁজুর রস কাঁধে নিয়ে সারিবদ্ধভাবে হেঁটে চলে পল্লীর গাঁয়ে। পূবাকাশে কুয়াশা ঢাকা ম্লান রোদে উঠোনে পাটি বিছিয়ে ছেলেমেয়েরা কাঁচা রসে চুমুক দিয়ে শীতের আনন্দে ভাগ বসায়। উত্তরের হিমেল হাওয়া বয়, গাছপালা পাতাহীন হয়ে পড়ে। নদ-নদীতে স্রোতের তীব্রতা হ্রাস পায়। কুয়াশার অবগুণ্ঠন ছিড়ে নিস্তব্ধতার বুক চিরে কোনো পথিক হেঁটে গেলে মনে হয় শীতের কনকনে ঠান্ডায় তার শরীর কাঁপছে। টিনের চালে, গাছের ডালে, ঘাসের ডগায়, শিশির বিন্দু জমে থাকার মনোরম দৃশ্য শীতের সকাল ছাড়া আর দেখা যায় না। ঘন সাদা চাদর মুড়ে থাকা প্রকৃতির বুকে মুক্তার মতো ফুটে থাকা শিশির বিন্দুগুলো চিকচিক করে।

আরও পড়ুন  অনলাইন শিক্ষা কার্যক্রম রচনা - ১০ পয়েন্ট

মাঠভরা হলুদ সরিষার ফুল মন কেড়ে নেয় প্রতিটি বাঙ্গালীর। মটরশুঁটি আর সবুজ ঘাসের ডগায় ঝুলে থাকে শিশির বিন্দু। কুয়াশার ঘন জাল সরিয়ে মিষ্টি রোদের সূর্য নতুন মাত্রা যোগ করে শীতের সকালে।

শীতের সকালে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। গাঁয়ে নানা রকমের পিঠা তৈরি করা হয়। এসব পিঠার মধ্যে রয়েছে, দুধ পুলি, ভাপা পিঠা, পাটিসাপটা, ভাপাপুলি, চিতই পিঠা আরো কত কি। শীতের সকালে খেজুরের রসে তৈরি পয়েস বাঙ্গালীকে রসময় করে তোলে । তাছাড়া শীতে চাষ হয় নানা ধরনের সবজি। পুকুরে,খালে,বিলে এই সময় প্রচুর মাছ পাওয়া যায়। শীতের সকালটাকে আরো সুন্দর করে তোলো বাগানে ফুটে থাকা ফুল।

শীতের সকালে চারিদিক কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। আর যখন কুয়াশার জাল ভেদ করে সূর্য রশ্মি ওঠে তখন যেন মনে হয় স্বর্গপুরী। শীতের সকালে শিশির ভেজা সোনালী রোদের স্পর্শ কার না ভালো লাগে? সুবিধা-অসুবিধা দুয়ে মিলে শীতের সকাল। 

আরও পড়ুন  করোনা ভাইরাস রচনা - ১০ পয়েন্ট Pdf

শীতের সকাল অনুচ্ছেদ রচনা টি ভালো লেগে থাকলে এবং আপনার উপকারে আসলে কমেন্ট এ ধন্যবাদ লিখতে এবং রচনা টি শেয়ার করতে ভুলবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/akkzubkd/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/akkzubkd/public_html/wp-includes/functions.php on line 5481