নারী শিক্ষা অনুচ্ছেদ

2.7/5 - (3 votes)

নারীশিক্ষা অনুচ্ছেদ রচনা টি ৩০০ শব্দ দিয়ে তৈরি। অনুচ্ছেদ টি class 3, 4, 5, 7, 8, 9, 10, SSC, HSC সবার কাজে আসবে এবং ফুল মার্কস এনে দেবে।

অনুচ্ছেদ: নারী শিক্ষা

“এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর”

সব-সময় সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর অবদান রয়েছে। কোন কালেও নারীর সহায়তা ছাড়া পুরুষ জয়ী হতে পারেনি। নারী মানবজাতির এক বিরাট অংশ। বর্তমান যুগে দিকে দিকে নারীর জয়ধ্বনি বিঘোষিত হচ্ছে। যুগ যুগ ধরে নারী ছিল পুরুষের ওপর নির্ভরশীল। এখন নারীজাতি স্বাবলম্বী। একসময় নারীর পরিচয় ছিল কন্যা, ভগ্নি, মাতা ও পত্নীরূপে, আর সর্বত্রই নারীরা ছিল অসহায়। কিন্তু নারীরা সেই দুর্দিনের অন্ধকার পথ পাড়ি দিয়ে আজ আলোকিত জগতের উদার প্রাঙ্গণে এসে পৌঁছেছে। মানব সমাজে নারী-পুরুষ উভয়েরই সমান ভূমিকা রয়েছে।

আরও পড়ুন  পহেলা বৈশাখ - বাংলা নববর্ষ অনুচ্ছেদ (৩০০ শব্দ)

নারী ও পুরুষের সমান ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় উন্নতি নিশ্চিত হতে হবে। বেগম রোকেয়া তার এক প্রবন্ধে বলেছেন, “সংসার হল দ্বি-চক্রযানের মত। এর এক চক্র পুরুষ এবং অন্য চক্র নারী। ফলে কোন একটি চক্র বড় এবং অন্যটি ছোট হলে সেই গাড়ির সামনের দিকে অগ্রসর হতে পারে না। তাই নারীকে বাদ দিয়ে আর্থসামাজিক উন্নতি কল্পনা করা যায় না। পুরুষের পাশাপাশি নারীদেরও বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। নারী শিক্ষার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে”।

দেশ স্বাধীন হওয়ার পর জাতীয় জীবনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয় এবং গণতান্ত্রিক চেতনার ব্যাপক সম্প্রসারণ ঘটে। সমাজে নারী-পুরুষের সমান মৌলিক অধিকার স্বীকৃতি পায়। দেশে নারী-আন্দোলন বিস্তার লাভ করে।

বিশ্বপরিসরে নারীমুক্তি আন্দোলনের সঙ্গে আমাদের যোগসূত্রের প্রেক্ষাপটে জীবন ও জীবিকার নানা স্তরে নারীরা এগিয়ে আসতে থাকে। ফলে শিক্ষাক্ষেত্রে পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় নারীসমাজে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা। এখন বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যেখানে কোনো  শিক্ষিত বা অর্ধশিক্ষিত নারীর দেখা পাওয়া যাবে না।

আরও পড়ুন  কৃষিকাজে বিজ্ঞান রচনা - ৮ পয়েন্ট SSC, HSC

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নারীশিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে এক সেমিনারে বলেছেন, ‘নারীশিক্ষা একটি দেশের সামগ্রিক উন্নয়নের প্রধান উপকরণ সমূত্রে একটি।’ নেপোলিয়ান বলেছেন, “আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব”। একজন শিক্ষিত নারী একটি পরিবারকে শিক্ষিত করতে পারে। এ জন্য আরবিতে একটি প্রবাদ আছে, ‘একজন পুরুষ মানুষকে শিক্ষা দেওয়া মানে একজন ব্যক্তিকে শিক্ষিত করে তোলা, আর একজন মেয়েকে শিক্ষা দেওয়া মানে একটি গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা।’ পৃথিবীর অর্ধেক জনসমষ্টি নারী। তাই মানব জাতির সামগ্রিক কল্যাণের কথা মাথায় রেখে বলা যায়, নারী শিক্ষার কোনো বিকল্প নেই।

নারীশিক্ষা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীসমাজকে অশিক্ষিত রেখে জাতীয় উন্নয়নের কথা কল্পনাই করা যায় না।

নারী শিক্ষা অনুচ্ছেদ রচনা টি ভালো লেগে থাকলে এবং আপনার উপকারে আসলে কমেন্ট এ ধন্যবাদ লিখতে এবং রচনা টি শেয়ার করতে ভুলবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/akkzubkd/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/akkzubkd/public_html/wp-includes/functions.php on line 5481