3.8/5 - (5 votes)

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও আরবি ও অর্থসহ এখানে দেয়া হল। এছাড়াও পাবেন এই দোয়াটির ফজিলত, তেলাওয়াত, আয়াতুল কুরসি সম্পর্কে হাদিস।

আয়াতুল কুরসি আরবি

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ۚ وَلَا يَـــُٔوْدُهٗ حِفْظُهُمَا ‌ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ

আয়াতুল কুরসি তেলাওয়াত

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ

আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূম
লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম।
লাহূ মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি।
মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ ইল্লা বিইযনিহী।
ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম।
ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমিহী ইল্লা বিমা শাআ।
ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা- ওয়া-তি ওয়াল আরদ্ব।
ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা
ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযীম।

আয়াতুল কুরসি বাংলা অর্থ

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক।
তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়।
আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর।
কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া?
দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।
তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন।
তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে।
আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়।
তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি

আয়াতুল কুরসির ফজিলত

আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে। যেমন:

  • শয়তান থেকে বাঁচা যায়।
  • জান্নাতে যাওয়ার সুযোগ বেড়ে যায়।
  • দুনিয়া ও আখিরাতের সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।
  • অসুস্থতা থেকে আরোগ্য লাভ করা যায়।
  • মনে প্রশান্তি ও শান্তি আসে।
  • জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায়।
  • রিজিক বৃদ্ধি পায়।
  • শত্রুরা পরাজিত হয়।
  • মৃত্যুকালীন শান্তি ও সুখ লাভ করা যায়।

আয়াতুল কুরসি সম্পর্কে হাদীস

আয়াতুল কুরসি পাঠের ফজিলত সম্পর্কে অনেক হাদীস বর্ণিত আছে। যেমন:

  • হযরত উবাই ইবনে কা’ব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আমি তোমাদেরকে এমন একটি আয়াত সম্পর্কে অবহিত করব, যা কুরআনের শ্রেষ্ঠ আয়াত। তা হলো আয়াতুল কুরসি।” (বুখারী ও মুসলিম)
  • হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতি ফরয নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনও বাধা থাকবে না।” (নাসায়ী)
  • হযরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি রাতে ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, তার বিছানা থেকে শয়তান দূরে থাকবে এবং তার জন্য সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন হিফাজতকারী থাকবে।” (তিরমিযি)
  • হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, সে শয়তান থেকে হেফাজত থাকবে।” (বুখারি)
  • হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি সকালবেলায় আয়াতুল কুরসি পড়বে, সে দিনের কোনও ক্ষতি থেকে মুক্ত থাকবে। আর যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে, সে রাতের কোনও ক্ষতি থেকে মুক্ত থাকবে।” (তিরমিযি)

Ayatul kursi Bangla

আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআনের ২য় সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত। এটি কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে বিবেচিত হয়। এটি পড়ার ফলে শয়তান থেকে হেফাজত পাওয়া যায়, দুঃখ-কষ্ট দূর হয়, মনে প্রশান্তি আসে, পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জান্নাতের সুসংবাদ পাওয়া যায়।

ayatul kursi bangla
ayatul kursi bangla

Ayatul kursi in English

Allah is the One, the Eternal Refuge.
Neither drowsiness nor sleep overtakes Him.
To Him belongs whatever is in the heavens and whatever is on earth.
Who is there that can intercede with Him except by His permission?
He knows what is before them and what is after them.
they encompass nothing of His knowledge except what He wills.
His Kursi extends over the heavens and the earth,
He does not tire of preserving them.
He is the Exalted, the Great.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/akkzubkd/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/akkzubkd/public_html/wp-includes/functions.php on line 5481